অপরাধআড়াইহাজার উপজেলা

আড়াইহাজারে একাধিক মাদক মামলার দুই মাদক বিক্রেতা আটক

স্টাফ রির্পোটারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ  ও গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ শীর্ষ মাদক বিক্রেতা শওকত ( ৪৮) ও গোলজার আলীকে (৪০) গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার বিশনন্দী  ইউনিয়নের দয়াকান্দা ও চালাকচর গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। শওকত দয়াকান্দা গ্রামের রওশন আলী ও গোলজার চালাকচর গ্রামের শহর আলীর ছেলে। 

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেফতারকৃত ২ জন শীর্ষ ও তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন এরা পুলিশের চোঁখ ফাকিঁ দিয়ে নিজ  এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল।

গোপনে খবর পেয়ে আড়াইহাজার  থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা ও গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খানের নেৃতত্বে পুলিশের একাধিক টিম ওই দুটি গ্রাম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে মসজিদের দেয়াল ভেঙে দোকান তৈরির, সভাপতিকে মারধর
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button