আড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজারে চোলাই মদ সহ ব্যবসায়ী আটক

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার লিটন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৪ জুন) ভোরে উপজেলার থেকে তাকে আটক করা হয়। সে বালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ ও ২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, শনিবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে চুলাই মদ ক্রয় বিক্রি করছিল লিটন। গোপনে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান মাসুদ এ সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে লিটনকে হাতেনাতে আটক করে এ সময় লিটনের সাথে থাকা আরেক মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন পুলিশের টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। ওই সময় পুলিশ লিটনের ঘর তল্লাশি করে ঘরের মেঝেতে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের একটি গ্যালনে ১০ লিটার চুলাই মদ ও নীল রঙের দুটি ড্রামে বিশ লিটার চুলাই মদ তৈরির উপকরণ জব্দ করে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, শনিবার লিটনকে মাদক মামলা দিয়ে নারায়ণগঞ্জ প্রেরণ করা হয়েছে অপর পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন >   সেরা লেখকের সম্মাননা পেলেন আড়াইহাজারের মাহবুব
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button