--Advertisement --
জেলা সংবাদসারাদেশে

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা শাহাদাত (৫৫) নামে এক ব্যবসায়ীকে  কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ফয়সাল নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহষ্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। শাহাদাত ওই এলাকার রেজাউল মাষ্টারের ছেলে।

শাহাদাতের অভিযোগ, বাড়ীর কাছে মাষ্টার মার্কেটের সামনে অবস্থান করছিলেন তিনি। এ  সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপেক্ষর গিয়াসউদ্দিনের ছেলে ফয়সাল একটি ধারালো অস্ত্র  নিয়ে তার উপর আক্রমণ করে তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা শাহাদাতকে উদ্ধার করে আড়াইহাজার ফয়সাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   দ্রুততম সময়ে নামজারী দিয়ে জেলায় প্রথম আড়াইহাজার ভূমি অফিস
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button