অপরাধসারাদেশে

আড়াইহাজারে পৃথক অভিযানে ৭০০পিস ইয়াবা সহ আটক-২

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় পৃথক ভাবে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

৩১শে আগস্ট সোমবার রাতে উপজেলার কয়েকটি এলাকায় অভিযানের পর তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে যথাক্রমে উপজেলার কল্যান্দী উত্তরপাড়া এলাকার হাবিবুল্লাহর ছেলে রকমতুল্লাহ (২৫) ও মারুয়াদী এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে বসু (৪৮)। এদেরকে মঙ্গলবার মাদক আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে চালান করা হয়েছে। 

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব, গ্রেফতারকৃত বসু কে মারুয়াদী বাজার চৌরাস্তার মোড় থেকে ইয়াবা কেনা বেচা করার সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অপর দিকে রকমতুল্লাহ কে বগাদী এলাকায় ইয়াবা কেনা বেচা করার সময় ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন >   আড়াইহাজারে বাড়ির সদস্যদের বেঁধে বেধড়ক মারধর ও ডাকাতি
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button