![আড়াইহাজার বগাদী এলাকার ৪ ডাকাত আটক 1 আড়াইহাজার বগাদী এলাকার ৪ ডাকাত আটক](/wp-content/uploads/2022/09/আটক-780x425.jpg)
স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার ৪জন ডাকাতকে আটক করেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রেহানউদ্দীন (৪০), ফয়সাল (২৬), সবুজ (২২) ও আজিজুল (২৫)।
গ্রেফতার রেহানউদ্দীন উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার ইউছুফ, ফয়সাল একই গ্রামের আলী হোসেন, সবুজ গফুর মিয়ার ও আজিজুল হক সাবের ছেলে।
![আড়াইহাজার বগাদী এলাকার ৪ ডাকাত আটক 2 আড়াইহাজার বগাদী এলাকার ৪ ডাকাত আটক](/wp-content/uploads/2023/12/image.png)
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মাধবদী এলাকার একটি স্থানে অভিযান চালালে পুলিশ দেখে দৌড় দেন রেহানউদ্দীন। ওই সময় দেয়ালের সাথে ধাক্কা লেগে ডাকাত রেহানউদ্দীন গুরুতর আহত হন। অপর দিকে ফয়সালকে গ্রেফতার করা হয় সোনারগায়ের একটি এলাকা থেকে। সবুজ ও আজিজুলকে নিজ গ্রাম বগাদী থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।