জেলা সংবাদ

আড়াইহাজারে অটো চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী চালকচর এলাকায় মোশাররফ হোসেন (২৮ ) নামের এক অটো চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৯ জুন) সকাল ১০টায়  একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার বিশনন্দী ইউনিয়নের চলারচক গ্রামের মৃত মালেকের ছেলে মোশারফ হোসেন পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার  গভীর  রাতের কোন এক সময় বাড়ি থেকে এক  কিলোমিটার দুরে একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে গ্রামমবাসী ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। নিহত মোশাররফ এক সন্তানের জনক।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোট আসলে বলা যাবে হত্যা না আত্মহত্যা।  থানায়  অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে মসজিদের দেয়াল ভেঙে দোকান তৈরির, সভাপতিকে মারধর
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button