দুর্ঘটনা

আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া পশ্চিমপাড়া গ্রামে পানিতে ডুবে তাউসান (৫) ও সিফাত হাসান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই। বুধবার (১৩ জুলাই) দুপুরে  এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে টেকপাড়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ আলী আকবরের ছেলে তাউসান ও মোঃ আলী মিয়ার ছেলে সিফাত হাসান বাড়ির তাদের পেছনে পুকুর পাড়ে সহপাঠীদের সঙ্গে খেলতে যায়। এক পর্যায়ে তাদের পাওয়া যাচ্ছিল না। দুপুর ২টার দিকে বাড়ির পেছনে ফারুকের ডোবায় তাউসান ও সিফাতকে ভেসে থাকতে দেখে পরিবার ও এলাকাবাসীকে জানায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে নিকটবর্তী নরসিংদী জেলার মাধবদী ইউনিয়নের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, দুই শিশু তাউসান ও সিফাত সম্পর্কে একে অপরের খালাতো ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহের সুরতহাল করে। তবে নিহত দুই শিশুর স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার আবেদন করেন। পরে গ্রামবাসীর অনুরোধে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন >   আড়াইহাজারে মৌমাছির আক্রমণে শ্রমিক নিহত, আহত ৫
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button