নির্বাচন

আড়াইহাজারে মেম্বার প্রার্থীর ইসি সচিব বরাবরে অভিযোগ

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড (নারান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে) ভোটের ফলাফল ঘোষণা না করে চলে আসার বিষয়ে নির্বাচন কমিশন সচিব ও ইসি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন আপেল প্রতীকের সদস্য পদ প্রার্থী মোঃ রোশন আলী। ২৮ ডিসেম্বর তিনি এ অভিযোগ পত্র নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছান।

রোশন আলী বলেন, ওই কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তাগণ কেন্দ্রে ভোট গণনা না করে এবং ফলাফল ঘোষণা না করেই চলে আসেন। এখনো পর্যন্ত তিনি নির্বাচনী ফলাফল পাননি। তার অভিযোগ, নির্বাচনী ফলাফল ঘোষণা না করেই সন্ধ্যা ৭ টায় সব ব্যালট বাক্স নিয়ে কর্মকর্তারা ভোট কেন্দ্র ত্যাগ করেন। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য তিনি একাধারে নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ডিসি-নারায়ণগঞ্জ, পুলিশ সুপার- নারায়ণগঞ্জ, ইউএনও আড়াইহাজার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, সব কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন করতে চায় তারা ১৪জন
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button