অপরাধ

আড়াইহাজারে ৬বছরের শিশু যৌন নির্যাতনের শিকার

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়ণের ব্রাহ্মনপাড়া এলাকার মােঃ সােলাইমান মিয়ার ৬ বৎসরের শিশু কণ্যাকে যৌন হয়রাণীর অভিযোগে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

এলাকাবাসী জানায়, উপজেলার ফতেপুর ইউনিয়ণের ব্রাহ্মনপাড়া গ্রামের মৃত ইমান হােসেন এর লম্পট পুত্র মােঃ সাকেল(২২) সম্প্রতি বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ফাহিমাকে নিজের ঘড়ে নিয়ে যৌন হয়রানীর করে। ফাহিমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন আসলে লম্পট সাকেল পালিয়ে যায়। উক্ত ঘটনায় ফাহিমার বাবা বাদী আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।

অভিযোগে বলা হয়, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মােঃ সােলাইমান মিয়া | (৪৪), পিতা- মােঃ আলম মিয়া, সাং- ব্রাহ্মনপাড়া, পোঃ আড়াইহাজার, থানাঃ আড়াইহাজার, জেলাঃ নারায়ণগঞ্জ (জাতীয় পরিচয় পত্র নং- ৬৭১০২৩৯১৬২৫৬৭) অত্র থানায় হাজির হইয়া বিবাদী ১। মােঃ সাকেল (২২), পিতা-মৃত ইমান হােসেন, সাং- ব্রাহ্মনপাড়া, পােঃ আড়াইহাজার, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে অভিযােগ দায়ের করিতেছি যে, উল্লেখিত বিবাদী অত্যান্ত দুশ্চরিত্রবান, লম্পট ২২ প্রকৃতির লােক। আমার মেয়ে ফাহিমা (০৬) আমার বাড়ীতে বসবাস করিয়া আসিতেছে। অন্য | ০৫/০২/২০২২ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় আমার মেয়ে ফাহিমা (০৬) আমার বাড়ীর সামনে খেলাধুলার প্রাক্কালে উল্লেখিত বিবাদী আমার মেয়েকে মজা খাওয়ানাের প্রলােভন দেখাইয়া তাহার নিজ বাড়ীতে নিয়া যায়। অতঃপর উক্ত বিবাদী আমার মেয়েকে তাহার বসতঘরে নিয়া ঘরের দরজা আটকাইয়া তাহাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শণ করিয়া আমার মেয়ের পরিহিত শার্ট প্যান্ট খুলিয়া বিবাদী আমার মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার ঐ সময় আমার মেয়ে শৌর চিৎকার করিতে থাকিলে উল্লেখিত বিবাদী আমার মেয়েকে বিবাদীর বসতঘর হইতে বাহির করিয়া দেয়। অতঃপর আমার মেয়ে আমার বাড়ীতে। উপস্থিত হইয়া কান্নাকাটি করিতে থাকে। আমার স্ত্রী আমার উক্ত মেয়েকে কান্নাকাটির কারন জিজ্ঞাসাবাদ করিলে, আমার মেয়ে ফাহিমা (০৬) উল্লেখিত ঘটনার বিস্তারিত তাহার মায়ের নিকট স্বীকার করে।

আরও পড়ুন >   আড়াইহাজারে সন্ত্রাসীর হামলায় মা ও মেয়ে রক্তাক্ত আহত

আমার মেয়ে আরো জানায় যে, উল্লেখিত বিবাদী উক্ত ঘটনার পূর্বে আমার মেয়েকে বিভিন্ন প্রলােভন দেখাইয়া তাহাকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করিয়াছে। আমি ঘটনার বিস্তারিত অবগত হইয়া উক্ত ঘটনায় থানায় অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল ।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker