জেলা সংবাদঅপরাধ

ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ডেকে এনে ধর্ষণ, আটক-১

নিজস্ব প্রতিনিধি: ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্ত কৃষ্ণ দাস(২৪) ধর্ষককে গ্রেপ্তার করেছে।

ফতুল্লার শাসনগাও এলাকা থেকে রোববার (২৩ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত যুবক কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুরের বাবুল চন্দ্র দাসের পুত্র। তার বিরুদ্ধে ধর্ষণের শিকার প্রেমিকা ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সে শাসনগাও তার বড় বোনের বাসায় বসবাস করে ফতুল্লার বিসিক এলাকায় একটি গার্মেন্টসে চাকুরি করে আসছিলো। গত এক বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রেপ্তারকৃত কৃষ্ণ দাসের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফলে প্রতিনিয়ত তারা যোগাযোগ করিতো এবং কথাবার্তা বলতো। এবং তাকে বিবাহ করার প্রলোভন দেখায়। চলতি মাসের ৮ তারিখ সকাল আটটায় গ্রেপ্তারকৃত কৃষ্ণ দাস বাদীর বোনের বাসায় এসে তার বোন ও বোন জামাইয়ের সাথে কথা বলে এবং বাদী কে বিয়ে করবে বলে প্রস্তাব দেয়। এক পর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে গ্রেপ্তারকৃত কৃষ্ণ দাস বাদীর রুমে গিয়ে তাকে বিয়ে করার কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষন করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, এবিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত কে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো।

আরও পড়ুন >   বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button