আড়াইহাজার থানা পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে সদর পৌরসভার গাজীপুরা গ্রামের একটি ধানক্ষেত থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদর পৌরসভার গাজীপুরা গ্রামের একটি সাইজিং মিলের পিছনে ধানক্ষেতে অভিযান চালায়। অভিযানের সময় একটি শর্টগান ও একটি গ্যাসগান উদ্ধার করা হয়। পাশাপাশি ১৮ রাউন্ড গুলিও পাওয়া যায়। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো থানার আগের কোনো লুটের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ এফরান আলী , যোগাযোগ: ০১৭১১৪৫৭০৫২
অফিসঃ আড়াইহাজার নারায়ণগগঞ্জ যোগাযোগ: ০১৯৬৬২২৫৫০২ এবং ০১৭১১৪৫৭০৫২ ইমেইল: weekly.araihazar@gmail.com
Copyright © 2025 সাপ্তাহিক আড়াইহাজার. All rights reserved.