নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম থেকে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নাম সরিয়ে নতুন নাম ঘোষণা করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে এ পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তনের নীতিমালা-২০২৩’ অনুসারে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন বিদ্যালয়-২ শাখার যুগ্ম সচিব রেবেকা সুলতানা।
পরিবর্তিত নামগুলো নিম্নরূপ:
মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদ্যালয়ের নতুন নাম সাইনবোর্ডসহ সব ধরনের দাপ্তরিক কাগজপত্রে প্রতিফলিত করতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিদ্যালয়গুলোর নাম থেকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বাদ দেওয়ার বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নীতিমালা অনুযায়ী স্কুলের নামকরণে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ এফরান আলী , যোগাযোগ: ০১৭১১৪৫৭০৫২
অফিসঃ আড়াইহাজার নারায়ণগগঞ্জ যোগাযোগ: ০১৯৬৬২২৫৫০২ এবং ০১৭১১৪৫৭০৫২ ইমেইল: weekly.araihazar@gmail.com
Copyright © 2025 সাপ্তাহিক আড়াইহাজার. All rights reserved.