আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জোনায়েদ আহমেদ (২০) নামের এক পেপার মিলের শ্রমিক নিহত হয়েছেন।
আড়াইহাজার উপজেলার দুপ্তারা বাজারের উদয়ন বোর্ড অ্যান্ড পেপার মিলে ৫ নভেম্বর (শুক্রবার) বিকালে এই ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনায়। ওই গ্রামের আব্দুল্লাহ এর ছেলে জোনায়েদ।
আড়াইহাজার থানার সূত্রে জানা যায়, নিহত শ্রমিক জোনায়েত উক্ত মিলে হেলপার হিসেবে কাজ করতো। কাজ করার সময় বিদ্যুতের তার লিকেজ থেকে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় একটি ক্লিনিকের নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ এফরান আলী , যোগাযোগ: ০১৭১১৪৫৭০৫২
অফিসঃ আড়াইহাজার নারায়ণগগঞ্জ যোগাযোগ: ০১৯৬৬২২৫৫০২ এবং ০১৭১১৪৫৭০৫২ ইমেইল: weekly.araihazar@gmail.com
Copyright © 2025 সাপ্তাহিক আড়াইহাজার. All rights reserved.