গতকাল ৯ই জুন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত শেষে যদি আব্দুল হামিদ দোষী প্রমাণিত হন, তবে তাকে শাস্তি দেওয়া হবে। আর যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তবে ছেড়ে দেওয়া হবে। তিনি আরও জানান, তাকে বিদেশে যেতে দেওয়ার বিষয়েও তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা নির্দোষ হলে ছাড়া পাবেন আর দোষী হলে শাস্তি পাবেন।
আড়াইহাজার ডাকাত প্রবণ এলাকা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকাতি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকেও সজাগ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডাকাতি বন্ধ করা সম্ভব। এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উৎযাপিত হয়েছে বলেও জানান তিনি। মাদক ও ডাকাতি রোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকিং খাতে যে উন্নতি হয়েছে তা স্পষ্ট। পুলিশের জন্য ২শ’ গাড়ি ক্রয় করা হচ্ছে এবং পর্যায়ক্রমে প্রত্যেক থানায় গাড়ি সরবরাহ করা হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান এবং আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ও ওসি (তদন্ত) সাইফুউদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের নিজের এবং পরিবারের খোঁজখবর নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ এফরান আলী , যোগাযোগ: ০১৭১১৪৫৭০৫২
অফিসঃ আড়াইহাজার নারায়ণগগঞ্জ যোগাযোগ: ০১৯৬৬২২৫৫০২ এবং ০১৭১১৪৫৭০৫২ ইমেইল: weekly.araihazar@gmail.com
Copyright © 2025 সাপ্তাহিক আড়াইহাজার. All rights reserved.