--Advertisement --
জেলা সংবাদদুর্ঘটনা

ঋণের চাপ সামলাতে না পেরে চা দোকানীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বন্দরে ঋণের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছে এক ব্যাক্তি। গত শুক্রবার দুপুর ১টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের নুরবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।

নিহত ব্যাক্তির নাম ফয়সাল (৪০)। সে বন্দর থানার ২২নং ওয়ার্ডের নুরবাগ এলাকার মৃত সামছুদ্দিন মিয়ার ছেলে।

তিনি জানান, বন্দর রাজবাড়ী এলাকার ২ সন্তানের জনক ফয়সাল জীবিকার তাগিদে রাজবাড়ী শ্রমকল্যানের সামনে দীর্ঘ দিন ধরে একটি চায়ের দোকান দিয়ে কোন মতে সংসার চালিয়ে আসছে। সংসারের অভাব অনটনের কারনে চা দোকানী বিভিন্ন লোকজনের কাছ থেকে সুদে টাকা নেয়। এক পর্যায়ে সময় মত সুদের টাকা পরিশোধ করতে না পারার কারনে পাওনাদাররা ক্ষিপ্ত হয়ে দেনাদারের সাথে অশুভ আচরন করে। এ ঘটনায় মনের ক্ষোভে চা দোকানী ফয়সাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, আমরা লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আত্মত্যার আসল কারণ জানা যাবে।

ঋণের চাপ সামলাতে না পেরে চা দোকানীর আত্মহত্যা
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে ৩টি অভিযানে ৩০ কেজি গাঁজা সহ ৬জন আটক
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button