নিউজ ডেস্ক :
সম্প্রতি এনএসসি বিপিএলের খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত অনিয়ম ও অভিযোগ খতিয়ে দেখতে একটি “সত্যানুসন্ধান কমিটি” গঠন করেছে। এই পদক্ষেপের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়া মর্যাদা রক্ষা করা।
এদিকে বিসিবি প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগকে অন্তর্ভুক্ত করেছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা ময়মনসিংহবাসীর জন্য এটি বড় প্রাপ্তি। এর ফলে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের প্রথম শ্রেণির ক্রিকেটে উঠে আসার সুযোগ সৃষ্টি হবে।
নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছেন। তাঁর লক্ষ্য গ্রামের প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় মঞ্চে তুলে আনা এবং দেশের সব অঞ্চলে সমান সুযোগ সৃষ্টি করা।
বিশেষজ্ঞরা মনে করছেন, এসব পদক্ষেপ বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতায় ইতিবাচক প্রভাব ফেলবে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ এফরান আলী , যোগাযোগ: ০১৭১১৪৫৭০৫২
অফিসঃ আড়াইহাজার নারায়ণগগঞ্জ যোগাযোগ: ০১৯৬৬২২৫৫০২ এবং ০১৭১১৪৫৭০৫২ ইমেইল: weekly.araihazar@gmail.com
Copyright © 2025 সাপ্তাহিক আড়াইহাজার. All rights reserved.