--Advertisement --
জেলা সংবাদঅপরাধ

না.গঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরকারি ব্যবসায়ীর মৃত্যু

না.গঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরকারি ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের সামনে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে আহত বন্দর উপজেলার তরকারি ব্যবসায়ী জীবন দাস (৬০) এর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ভোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে মঙ্গলবার ভোররাতে খানপুর বরফকল এলাকায় না জেলা প্রশাসকের বাসভবনের সামনে রাস্তায় ছিনতাইকারীদের কবলে পড়ের তিনি। এ সময় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।

নিহত জীবন দাস ২৫ নং ওয়ার্ড বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার মৃত মুক্তলাল দাসের ছেলে। তনি চৌরাপাড়া সোমবারিয়া বাজারে তরকারি বিক্রি করতেন।

নিহতের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী তরকারি বিক্রেতা মাসুম মিয়া জানান, বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজারে আমরা খুচরা মূল্যে তরকারি বিক্রি করি। প্রতিদিনের মত তারা দু’জন মঙ্গলবার ভোর ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি স্ট্যান্ড থেকে অটোরিকশা যোগে পাইকারি কাঁচামাল কিনতে শহরের দ্বিগুবাবুর বাজার যাচ্ছিলাম।

হাজীগঞ্জের কিল্লারপুল পার হয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে পৌঁছা মাত্র মোটর সাইকেল আরোহী দুই ছিনতাই তাদের অটোরিকশার গতিরোধ করে এবং টাকা হাতিয়ে নিতে থাকে।

আমি টাকা দিয়ে দিলেও জীবন টাকা দিতে দেরি করায় ছিনতাইকারীরা তার পায়ে ছুরিকাঘাত করে। পরে মুমূষুর্ অবস্থায় খানপুর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন >   আড়াইহাজারে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাট, আহত ৭

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শিগগির গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

না.গঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরকারি ব্যবসায়ীর মৃত্যু
সাপ্তাহিক আড়াইহাজার

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button