ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ দল। ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছিল ভারত। ব্যাটিং-বোলিংয়ে ছন্দহারা ছিল নাজমুল হোসেন শান্তর দল। এর প্রভাব পড়ল আইসিসির প্লেয়ার র্যাঙ্কিংয়ে।
আজ ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর ওপরে আর কেউ নেই। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ১২ রানে করেছিলেন হৃদয়।
৪ রান করে প্রথম ওভারেই ড্রেসিংরুমে ফেরা লিটন দাস দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২ নম্বরে। এক ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নামলেন ৭৯ নম্বরে। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে একধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ এফরান আলী , যোগাযোগ: ০১৭১১৪৫৭০৫২
অফিসঃ আড়াইহাজার নারায়ণগগঞ্জ যোগাযোগ: ০১৯৬৬২২৫৫০২ এবং ০১৭১১৪৫৭০৫২ ইমেইল: weekly.araihazar@gmail.com
Copyright © 2025 সাপ্তাহিক আড়াইহাজার. All rights reserved.