--Advertisement --
সারাদেশে

আড়াইহাজারে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন পাওয়ার লুমের শ্রমিকরা।  শ্রমিকরা প্রথমে ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রদী এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, তাদের প্রস্তাবে একমত পোষণ করলেও মজুরি বাড়ানো নিয়ে মালিকরা সময়ক্ষেপণ করছেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় দাবি আদায়ে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই আর তাই তারা রাস্তায় নেমেছেন।

মঙ্গলবার (২৪ মে) দুপুর থেকে উপজেলার গোপালদী, রামচন্দ্রদী, বিশনন্দী ফেরীঘাট, কড়ুইতলা, ঢাকা গোপালদী সড়ক অবরোধ করেন কয়েক হাজার পাওয়ার লুম শ্রমিক। বিকেলে পাওয়ার লুম মিল মালিক সমিতির সঙ্গে বিষয়টি সমাধানে বৈঠকে বসেছেন গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।

শ্রমিকরা বলেন, লাগাতার নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই কারখানা মালিকদের কাছে প্রতি গজ গ্রে কাপড়ে এক টাকা করে মজুরি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মজুরি বাড়ানোর দাবিতে কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছেন। মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে। আপাতত বৈঠক চলছে।

আড়াইহাজারে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে একই রাতে ৪ বাড়ীতে ডাকাতি, নগদ টাকা সহ প্রায় ২৫ভরি স্বর্ণ লুট
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button