--Advertisement --
দুর্ঘটনা

আড়াইহাজারে নৌকাডুবে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা এলাকায় মেঘনা নদীতে নৌকাডুবে যাওয়ার একদিন পর শিশু সাদিয়া আক্তারের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।  ২৮ মে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ।

নিহত সাদিয়া কুমিল্লার মেঘনা এলাকায় জসিম উদ্দিনের মেয়ে। সে তার পরিবারের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতো।

এদিকে গতকাল শুক্রবার সাদিয়া তার স্বজনদের সঙ্গে খাগকান্দা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। বিকেল ৪টার দিকে তারা নৌকা নিয়ে মেঘনা নদীতে বেড়াতে যায়। এ সময় তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে পাঁচ জনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও সাদিয়ার খোঁজ মেলেনি।

খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, দুই দফায় নদীর এক কিলোমিটার এলাকায় ১০ ঘণ্টা অভিযান চালিয়েও সাদিয়ার সন্ধান না পাওয়ায় শনিবার দুপুরে উদ্ধার কাজ স্থগিত করা হয়। পরবর্তীতে ওই দিন সন্ধ্যার দিকে মেঘনা নদীর খাগকান্দা এলাকায় জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেয়। স্বজনরা সাদিয়ার লাশ শনাক্ত করেন।
আড়াইহাজারে নৌকাডুবে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে ঝড়ের কবলে পড়ে মৃত্যু
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button