--Advertisement --
জেলা সংবাদরাজনীতি

আড়াইহাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আজদসহ গুলিবিদ্ধ অনেকে

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে হরতাল সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ করলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির৷ 

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে প্রায় ঘন্টাখানেক এই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল৷

সংঘর্ষে পুলিশের ছররা গুলিতে আহত হন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ খান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মী।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে সকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মিছিল থেকে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিএনপি নেতা-কর্মীরা৷ খবর পেয়ে পুলিশ সেখানে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ পরে বিএনপি নেতা-কর্মীরা ইট-পাটকেল মারতে শুরু করলে শর্টগানের গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ৷

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মাদ বলেন, ‘পুলিশের ছোড়া ছররা গুলিতে আমাদের অন্তত ১৫ জন আহত হয়েছে৷’

আরও পড়ুন >   আড়াইহাজারে ৪ জনকে পুড়িয়ে হত্যার হাইকোর্টের রায়, ৪ এপ্রিল

হরতাল সমর্থনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে শুরুতে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করেন নজরুল ইসলাম আজাদ৷

ঘটনাস্থলে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, হরতাল সমর্থনে জনভোগান্তি সৃষ্টি করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়৷ পরে তারা ইট-পাটকেল ছুড়লে পুলিশ শর্টগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়৷

এদিকে বিকেলে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷

আড়াইহাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আজদসহ গুলিবিদ্ধ অনেকে
সাপ্তাহিক আড়াইহাজার

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button