রাজনীতি

অতী‌তে কোন সরকা‌রের আম‌লে শিক্ষার উন্নয়‌ন হয়নি: মন্ত্রী গাজী

সাপ্তাহিক আড়াইহাজার: প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। শিক্ষার উন্নয়নে যত কাজ হয়েছে শুধু আওয়ামীলীগ সরকারের আম‌লেই হয়েছে। অতী‌তে কোন সরকা‌রের আম‌লে শিক্ষার উন্নয়‌নে কোন কাজ হয় নি।

তিনি ব‌লেন, আওয়ামী লীগ সরকারের সুন্দর শিক্ষানীতির জন্যে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্র‌তি‌টি স্কুল, ক‌লেজ, মাদরাসায় নতুন নতুন ভবন হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শিক্ষা‌কে ভা‌লোবা‌সেন। এজনই তিনি শিক্ষার প্র‌তি এতো গুরুত্ব দি‌য়ে‌ছেন। তাই শিক্ষার উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী ব‌লেন, রূপগ‌ঞ্জের কা‌য়েতপাড়া ইউনিয়‌নের মানুষ আগে নৌকায় চলাচল কর‌তো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কা‌য়েতপাড়া ইউনিয়‌নে একের পর এক রাস্তা, ব্রীজ, কালভাট নির্মান হ‌য়ে‌ছে। এখন আর কা‌য়েতপাড়া ইউনিয়‌নের জনগন‌কে নৌকা যো‌গে চলাচল কর‌তে হয় না, গাড়ী‌তে চলাচল কর‌তে পা‌রে। এটাই হ‌চ্ছে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়ন।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ আলী’র সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল ম‌জিদ মোল্লা, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হো‌সেন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভুঁইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন >   চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বাবুলের ঈদ শুভেচ্ছা বিনিময়

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker