আড়াইহাজার উপজেলাজেলা সংবাদদুর্ঘটনা

আড়াইহাজারে ছয় বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় পানিতে ডুবে জুনায়েত আলী নামে ছয় বছরের এক শিশু মারা গেছে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুনায়েত ওই এলাকা আক্কাস আলী আলীর ছেলে ও দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
 
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রাশেদুজ্জামান জানায়, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সাথে খেলতে যায় জুনায়েত। স্কুলে যাওয়ার জন্য পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে আশপাশ এলাকায় খোাঁজ করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজার পর দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে সুমনের পুকুরে তার মরদেহ ভেসে উঠে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে মাদ্রাসার টাকা আত্মসাৎ করায় মামলা
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button