আড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজারে জামিনে বেরিয়ে আদালত প্রাঙ্গণেই আসামীর মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার এক জালয়াতি মামলায় আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে কোর্ট প্রাঙ্গণে অসুস্থ হয়ে মারা গেছেন জালাল নামে এক আসামি।

উপজেলা গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার মৃত মনোর উদ্দিনের পুত্র মোঃ জালাল মিয়া(৬৫) এর সাথে একই এলাকার মৃত লাল মিয়ার পুত্র হাজী ওমর আলী(৫৫) এর বাড়ীর সম্পত্তী নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছিলো। ২৯শে মার্চ আদালতের হাজিরার ধার্য তারিখে হাজির হওয়ার কথা ছিলো। আদালতে হাজির না হওয়ায় জালালের বিরোদ্ধে আদালতের বিচারক গ্রেফতারি পরোয়ানা দেয়। গ্রেফতারি পরোয়ানা দেওয়ায় আড়াইহাজার থানার পুলিশ ৩০শে মার্চ ভোর আড়াইটার দিকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।

পরে বৃহস্পতিবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত জালালকে জামিন দেয়।
জানা যায়, আসামি জামিন পেয়ে আদালত থেকে বের হয়েই অসুস্থ হয়ে পড়লে তার ছেলে পুলিশের সহায়তায় তাকে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামিকে আড়াইহাজার থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। সেখানে সে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেয়। পরে বের হয়ে সে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে তার ছেলের সাথে পুলিশ সদস্য ও লেগুনা ঠিক করে দেই। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন >   আড়াইহাজারে র‌্যাব-১১ এর ৬৫ লিটার মদ সহ আটক-২
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker