জেলা সংবাদ

আড়াইহাজারে ডাকাতির সময় ডাকাত সরদার গ্রেফতার

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মাইক্রোবাস থামিয়ে ডাকাতির সময় ধাওয়া দিয়ে ডাকাতদলের সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত সদস্যদের ধরতে গুলিও ছোড়ে পুলিশ।

৮ মে রবিবার ভোরের দিকে উপজেলার জালাকান্দী গ্রামে আড়াইহাজার-বিশনন্দী ফেরিঘাট সড়কের এলাকায় একটি মশারীর কারখানার সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, আড়াইহাজার উপজেলার জালাকান্দীতে সিলেট থেকে বাঞ্ছাারামপুর যাওয়ার পথে  ঘটনাস্থলে মাইক্রোবাস থামায় ডাকাত দল। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় তারা। ডাকাতি চলাকালীন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লার গাড়ি ঘটনাস্থল অতিক্রমের সময় দৌড়ে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ৫ রাউন্ড গুলিও ছোড়েন তিনি। পরে ৫ সদস্যের ডাকাত দলের ৪ জন পালিয়ে গেলেও ডাকাত সরদার আড়াইহাজারের সালমদী গ্রামের সিরাজুলের ছেলে সেলিম মিয়াকে (৩৬) গ্রেফতার করতে সক্ষম হন ওসি। এদিকে এ ঘটনায় মাইক্রোবাস চালক বাদী হয়ে ৫ ডাকাতের নামে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে ২টি বড় ছোরা, লুট হওয়া ২৭শ’ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। বাকি ৪ ডাকাত উপজেলার খিরদাসী ও সালমদী গ্রামের বলে পুলিশ জানায়।

আরও পড়ুন >   আড়াইহাজারে ৪ জনকে পুড়িয়ে হত্যার হাইকোর্টের রায়, ৪ এপ্রিল
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button