আড়াইহাজার উপজেলাজাতীয়জেলা সংবাদরাজনীতি

আড়াইহাজারে প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন উদ্দেগ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকীর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

২২শে মে সোমবার বিকেলে আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু (এমপি) এর সভাপতিত্বে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয়। আড়াইহাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করার পর মিছিলটি শহিদ মিনার হতে শুরু করে পৌর বাজার প্রদক্ষিণ করে।

এর আগে, গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন >   বাবুরহাটের অগ্নিকাণ্ডে দেড়শ দোকান পুড়ে ছাই 
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker