স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ শুক্রবার দিবাগত মধ্য রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী শ্মশানঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা দিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ডাকাত সদস্যরা হচ্ছে যথাক্রমে, রূপগঞ্জের ব্রাহ্মনগাঁও দেওয়ানবাড়ী এলাকার মৃত: নেয়ামতউল্লাহ ওরফে নিমু মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩২), মুড়াপাড়ার গোলাম মোস্তফার ছেলে মোঃ সোহাগ আহাম্মেদ (৩০), দড়িকান্দী ( কলাতলি) এলাকার আঃ কাদির মিয়ার ছেলে মোঃ শাহীন মিয়া (৩০) এবং হোরগাঁও এলাকার আবু সিদ্দিক মোল্লার ছেলে মোঃ সিফাত মোল্লা (২৬)।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি সুইস গিয়ার চাকু এবং একটি ৩৪ ইঞ্চ লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়। ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপনে সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।