আড়াইহাজার উপজেলাজাতীয়জেলা সংবাদ

আড়াইহাজারে মহান বিজয় দিবস পালিত

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যেগে মহান বিজয় দিবস পালিত হয়। নানা আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার দিবসটি উপলক্ষে সকালে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনে মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

উপজেলা প্রশাসন ,মুক্তিযোদ্ধা সংসদ ,পুলিশ প্রশাসন, পৌরসভা সহ বিভিন্ন অংঘ সংঘঠনের পক্ষ থেকে এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলার শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে বিভিন্ন কলেজ স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অুনষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে ছালাম গ্রহন করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু. উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা চেয়াম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ।

এছাড়াও দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও বিশেষ উপহার প্রদান করা হয়। সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার (ভূমি) পান্না আক্তার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা,  উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও পড়ুন >   আড়াইহাজারে স্ত্রী পালিয়ে যাওয়ায় যুবকের আত্মহত্যা চেষ্টা
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button