আড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজারে শ্বশুর বাড়ীতে জামাইয়ের আত্মহত্যা

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর গ্রামে শ্বশুর বাড়ীতে জামাতা ছানাউল্লাহ (৩০) নামের দুই সন্তানের জনকের গলায় ফাঁস লাগিয়ে  রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহষ্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটলেও জানাজানি হয় শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। নিহত ছানাউল্লাহ ওই গ্রামের আক্রম আলীর ছেলে এবং একই গ্রামের নুরু মিয়ার জামাতা।

এলাকাবাসী জানায়, শ্বশুর বাড়ীতে জামাতার মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ছানাউল্লাহ তার শ্বশুর বাড়ীতে স্বপরিবারে বসবাস করতো। বৃহষ্পতিবার রাতে তার বসত ঘরের আঁড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লাশটি নামিয়ে ফেলে। পরে পরিবারের লোকজন পুলিশে সংবাদ দিলে পুলিশ ওই অবস্থা থেকে লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না এলে এর রহস্য সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন >   গোপালদী পৌর নির্বাচনে চলছে অনানুষ্ঠানিক প্রচারণা
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker