আড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজারে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে স্ত্রীর ওপর অভিমান করে মোহাম্মদ নজরুল হক (৪৭) নামের এক ব্যাক্তি কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আহসান উল্লার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মোহাম্মদ নজরুল হক কিছু দিন আগে একটি গরু ক্রয় করেন, এর মধ্যে কিছু টাকা বাকী ছিল। বাকীতে গরু কিনার কারণে স্ত্রীর সাথে প্রায় ঝগড়া হতো। এই নিয়ে বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর সাথে অভিমান করে নজরুল বিষাক্ত কীটনাশক কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে গৃহবধুকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button