অপরাধসারাদেশে

আড়াইহাজারে ১১ বছরের শিশুকে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ, আটক-১

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া এলাকায় ১১ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে কাপড় দিয়ে মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক সুজন মিয়া (৩১) কে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

শনিবার (১৬ মার্চ) তাকে আদালতে পাঠায় পুলিশ। এরআগে শুক্রবার (১৫ মার্চ) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেন। পুলিশ মামলার সূত্র ধরে রাতেই অভিযুক্ত সুজনকে আটক করে। এর আগে, গত ২১ ফেব্রুয়ারি রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত সুজন মিয়া সোনারগাঁও উপজেলার পেকিরচর গ্রামের আশরাফ উদ্দিন ওরফে আশাবুদ্দিনের ছেলে। সে পেশায় একজন অটোচালক হওয়ায় আড়াইহাজারের লতবদী গ্রামে আনোয়ার আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, অভিযুক্ত আসামি ও ভিকটিম মাদরাসার শিশু শিক্ষার্থী একই বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকতো এবং সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নেন সুজন মিয়া। পরে তাকে মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া গ্রামের জোড়া ব্রিজের রাস্তার পূর্বপাশে ঢালে নিয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। এরপর শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে পরিবার ঘটনাটি জানতে পারে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

আরও পড়ুন >   ৭ ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button