নির্বাচনজাতীয়সারাদেশে

আড়াইহাজার আসনে ২ জ‌নের মনোনয়নপত্র বা‌তিল, বৈধ প্রার্থী-৪

সাপ্তাহিক আড়াইহাজারঃ দুয়ারে কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় নির্বাচন । এখন পর্যন্ত নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে জমা পরেছে মোট ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র। তবে জাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪ জনের বৈধ ও ২ জ‌নেরটা বা‌তিল করা হ‌য়ে‌ছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাইয়ের কার্য সম্পন্ন করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন- নজরুল ইসলাম বাবু- (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয়- (তৃণমূল বিএনপি), শাহজাহান- (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন (জাতীয় পার্টি)।

এসময় ক্রেডিট কার্ডের বকেয়া থাকায় ব্যাংক প্রতিনিধির অভিযোগের কারণে মো. শরিফুল ইসলামের (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল ও নির্বাচন কমিশনের মনোনয়ন ফরমের ২০ ও ২১ নং বিষয়টি পূরণ না করায় এবং স্বাক্ষর না করায় মামুন দিদারের (স্বতন্ত্র) মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।

আরও পড়ুন >   আড়াইহাজার পৌর নির্বাচনে সকল প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button