নির্বাচনআড়াইহাজার উপজেলা

আড়াইহাজার পৌর নির্বাচনে সকল প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা

মোঃ এফরান আলীঃ  নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার আড়াইহাজার সদর পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৪জন মেয়র প্রার্থী ও সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর ৫২ জনের মনোনয়ন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করে নির্বাচন কমিশন।

১৮ মে বৃহষ্পতিবার বিকালে মনোনয়নপত্র বাছাই করে উল্লেখিত জমাকৃত সব গুলো মনোনয়নপত্র (৪জন মেয়র ও ৫২জন কাউন্সিলর) বৈধ বলে ঘোষণা দেয়া হয়। এর আগে গত ১৬ মে পর্যন্ত প্রার্থীদের বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা নেয়া হয়।

আগামি ১২ ই জুন আড়াইহাজার পৌসভার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সুন্দর আলী, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আড়াইহাজার পৌর আ.লীগের সভাপতি মেহের আলী মোল্লা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশিদ। আড়াইহাজার পৌর সভায় মোট ৯ ওয়ার্ডে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন >   আড়াইহাজারে ৬জন দলীয় মনোনয়ন প্রত্যাশায়
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button