রাজনীতি

আড়াইহাজারে খালেদা জিয়ার সুস্থতা ও আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

আড়াইহাজার প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আড়াইহাজার উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়ণের যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়। শনিবার (২৪ আগস্ট) বিকেলে ৪টায় ব্রাহ্মন্দী ইউনিয়ণের মনোহরদী বাজারের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মন্দী ইউনিয়ণের যুবদলের সভাপতি মোঃ শাহাদাত হোসনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান অতিথির বক্ত্যব্যে বলেন, আমার দলের কোনো নেতাকর্মীরা লুট-পাট অগ্নিসংযোগ ও জবর দখল করার চেষ্টা করেছে, এই রকম কোনো অভিযোগ প্রমাণ সহ আসলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিছু নামধারী আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি দলের নাম ভাঙ্গীয়ে বিভিন্ন মিলস্ ফ্যাক্টারীর, দোকান পাট করার চেষ্টা করেছিলো। আমি ও আমার দলের নেতাকর্মীরা খবর পেয়ে তাৎক্ষণিক আমরা গিয়ে পুনঃরায় চালু করার ব্যবস্থা করে দিয়েছি। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ জুয়েল, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আলী আজগর, হাবিবুর রহমার হবি প্রমুখ্য।

উক্ত আলোচনা শেষ করে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে। অনুষ্ঠান শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন >   অতী‌তে কোন সরকা‌রের আম‌লে শিক্ষার উন্নয়‌ন হয়নি: মন্ত্রী গাজী
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker