--Advertisement --
ধর্মসারাদেশে
ট্রেন্ডিং

ঈদ ও পূজার ছুটি নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত

ঈদ ও পূজার ছুটি।

দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ড্রাফট প্রস্তাবনায় দুই ঈদের ছুটি পাঁচ দিন করে এবং হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি তিনদিন করার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হবে। ওই সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের সময় ছুটির বিষয়ে প্রস্তাবনা গৃহীত হতে পারে।

উল্লেখ্য, ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন করে বাড়িয়ে আসছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও পরে আর তা আলোর মুখ দেখেনি।সুতরাং, প্রধান উপদেষ্টা আমাদের দুই ধর্মের মানুষের ধার্মিক অনুভুতির কথা মাথায় রেখে তার সিদ্ধান্ত নিয়েছেন

ঈদ ও পূজার ছুটি নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   গোপালদী পৌরসভা নির্বাচনের ৫ জন মেয়র পদপ্রার্থীদের প্রতীক বরাদ্ধ
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button