দুর্ঘটনা

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় আশ্রমে যাওয়ার পথে এ.এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মোড়ে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২জন। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন মটর সাইকেল দিয়ে তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধণকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিল। দুর্ঘটনায় সময় লেঙ্গুরদী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হোন্ডাটি চাপা দিলে ঘটনাস্থলেই ইরছা রানী (৭) মারা যায়।

এসময় স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃষ্টিকে আড়াইহাজার উপজেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে(৫) মৃত ঘোষণা করেন। আহত সুমন ও তার বাবা কার্তিকে আশংকা জনক ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিহত শিশু ২টির মরদেহ পরিবার নিয়ে গেছে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। চালকে আটক করার অভিযান অব্যহত আছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে ফেরিঘাট বন্ধ থাকায় যাত্রীদর চরম দুর্ভোগ
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button