অপরাধ

আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল ১৭ আগস্ট মঙ্গলবার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগে কিশোরীর মা উল্লেখ্য করেন, তার মেয়ে (৭) সাতগ্রাম ইউনিয়নের একটি মাদ্রাসায় পড়ে। সেখানে যাবার পথে নিয়মিত হিমেল (৩০) নামে এক ব্যক্তি তাকে উত্যক্ত করে এবং কু প্রস্তাব দেয়। ১৫ আগস্ট সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় টাকার লোভ দেখিয়ে মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ভূমিহীন মানুষের জন্য প্রদত্ত পরিত্যাক্ত বসতঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করলে তার ডাক চিৎকারে মানুষ এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান মোল্লা জানান, গতকাল (১৭ আগস্ট) শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

আরও পড়ুন >   শূন্য সহিষ্ণুতার প্রতিফলন নেই দুর্নীতির সূচকে বাংলাদেশ
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button