রাজনীতি

আড়াইহাজারে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মির্জা ফখরুল

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় দীর্ঘ দেড় যুগ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর দুইটায় আড়াইহাজার উপজেলাধীন সাতগ্রাম ইউনিয়ণের পাচরুখী এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাসভবনে আড়াইহাজার উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল আহম্মেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সম্মেলনকে ঘিরে আড়াইহাজার উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো আড়াইহাজার।

সম্মেলন শেষে কাউন্সিলদের মতামতের ভিত্তিতে আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ নির্বাচিত হয়েছেন।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, আমি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি- যদি সাহস থাকে আপনারা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন। মানুষ আপনাদের এ দেশ থেকে বিতাড়িত করবে। আমাদের কথা খুব পরিষ্কার। আমরা সরকারকে বলেছি পদত্যাগ করেন। আপনারা সব জায়গায় ব্যর্থ হয়েছেন। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রত্যেকটি কাজে ব্যর্থ হওয়ার জন্য আপনাদের এখন পদত্যাগ করতে হবে। পদত্যাগ করুন এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

আড়াইহাজারে বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মির্জা ফখরুল

 

তিনি বলেন, আমাদের ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে আমরা কোনো যুদ্ধে জয়ী হতে পারব না। আমরা যুদ্ধে জয়ী হতে চাই। আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। ৩ বছর ধরে তিনি বন্দি অবস্থায় আছেন। তারা বলে যে, আমরা ৬ মাস করে তার সাজা স্থগিত করছি। এটা হচ্ছে আরেকটি কৌশল- কীভাবে তাকে আটকে রাখা যায়। প্রকৃতপক্ষে তিনি এখন গৃহবন্দী হয়ে আছেন।

আরও পড়ুন >   আড়াইহাজারে আওয়ামী নেতা ভূমিদস্যু বারেক আটক

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইস্পাতের মতো ঐক্য গড়তে হবে। এর মধ্যে অনেকে ফাটল ধরানোর চেষ্টা করবে। নিজেদের মধ্যে বিরোধ লাগাতে চেষ্টা করবে। তাদের কথায় কান দিবেন না।

গণমাধ্যমের অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘সাংবাদিকদের গলা চেপে ধরা হয়েছে। আপনারা লিখতে পারবেন না। যদি লিখেন জেলে নেয়া হবে, চ্যানেল বন্ধ করে দেয়া হবে। সংবাদকর্মীরা কিভাবে চলবে সেটা নিয়ে এখন তারা আইন তৈরি করছে। এটা তাদের পুরানো অভ্যাস। ’৭৫ সালে একইভাবে আওয়ামী লীগ তাদের এ হত্যা-গুম যখন কোনোভাবেই আড়াল করতে পারছিল না তখন তারা বাকশাল করেছিল।’

ইফতারের জায়গায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম যারা এখানে আসছিল তাদের ওপর হামলা হয়েছে। এতই যদি উন্নয়ন করে থাকেন তাহলে ভয় পান কেন। একটা দল সম্মেলন করবে সেটাকে ভাঙেন কেন। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছি। একটা নিরপেক্ষ নির্বাচন নিয়ে দেখেন। এ দেশের মানুষ আপনাদের বিতাড়িত করে ছাড়বে।

আড়াইহাজার উপজেলা বিএনপি’র আরো নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি এড. খোরশেদ আলম মোল্লা, এড. সিদ্দিকুর রহমান সিদ্দিক, মো. সিদ্দিক, বেদন খন্দকার, মনির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, সহ – সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক এড. কামাল হোসেন, আজহারুল ইসলাম লাভলু, ১ম সদস্য লুৎফুর রহমান আব্দু, কবির হোসেন, খোরশেদ হাসান মিয়া।

এছাড়াও আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন ও সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি হাজী সামসুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক হাজী মুসফিকুর রহমান মিলন নির্বাচিত।

আরও পড়ুন >   বিএনপির আঙ্গুর-সুমনের যৌথ নেতৃত্বে বেকায়দায় আজাদ

বিশেষ অতিথি বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) এড. আব্দুস সালাম আজাদ, বেনজীর আহমেদ টিটু, বিএনপি নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু।

এদিকে আড়াইহাজার উপজেলা বিএনপি’র সম্মেলনকে সফল করতে আড়াইহাজার উপজেলা, দুটি পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনের সুসজ্জিত হয়ে, ঢাকঢোল বাজিয়ে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন । এবং সম্মেলনকে সাফল্যময় করে তোলেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, আব্দুল হাই রাজু, জাহিদ হাসান রোজেল, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাশুকুল ইসলাম রাজিব, রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম শাহিন, আড়াইহাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার সুমন, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button