আড়াইহাজার উপজেলারাজনীতি

আ. লীগের লোকজন বিএনপির পরিচয়ে এরকম লুটপাট করছে: আজাদ

সাপ্তাহিক আড়াইহাজারঃ বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আওয়ামী লীগের লোকজন বিএনপির পরিচয় দিয়ে এরকম লুটপাট করছে যাতে তারা বিএনপির নাম ক্ষুন্ন করতে পারে। আমরা তাদেরকে চিনি তারা কেউ বিএনপির সদস্য না। যারা করেছে তারা নেশা আসক্ত ছিল বিএনপি কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং এই ধরনের রাজনীতি বিএনপি করে না। তারেক রহমানের নেতৃত্বে সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ এবং জনগণের পাশে থাকার কাজ চালিয়ে যাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে হুমকি-ধাম কে ও হামলা চলছে সেটা প্রতিরোধের বিএনপি কাজ করছে। আমরা যেখানে এই ধরনের তথ্য পাচ্ছি সেখানেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি আবও বলেন,সড়কে যানবাহন নিয়ন্ত্রণের সাথে শিক্ষার্থীরা আমাদের ছাত্রদলের নেতাকর্মিরাও আছেন। আমরা সবাই মিলে এটা নিয়ন্ত্রণ করবো। শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অন্যায় লুটপাটকে বন্ধ করে একটি প্রগতিশীল বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করবো।

আরও পড়ুন >   আড়াইহাজারে ২১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button