স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সেলিম খান (৫০)কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাকে ফতুল্লা মডেল থানার দেওভোগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সেলিম খান ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ এলাকার মোঃ হযরত আলীর পুত্র।
গ্রেফতার অভিযান পরিচালনাকারী ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক সিরাজুল ইসলাম মাতাব্বুর জানায়, সি আর ৯৬৫/২১ নং মামলায় এন আই এক্ট ধারায় চতুর্থ যুগ্ম দায়রা জজ আদালত নারায়নগঞ্জে কাজী আহসান হাবিব চলতি বছরের জানুয়ারী মাসে গ্রেফতারকৃত মোঃ সেলিম খানের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান। সাজা প্রদানের পর থেকেই মোঃ সেলিম খান আত্নগোপন করে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।