খেলাধুলা

এক বছর পর মাঠে ফিরবেন নেইমার

আগামী সোমবার ব্রাজিল ফরোয়ার্ডের মাঠে ফেরার সম্ভাবনা, আছে জটিলতাও

প্রশ্নটি ব্রাজিলের ভক্তদের কাছে। গত বছর ১৮ অক্টোবর দিনটি কি মনে আছে? সেদিন বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। সে ম্যাচের আর কিছু কি মনে পড়ে? হ্যাঁ, নেইমারের চোট! বাঁ হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর আর মাঠে ফিরতে পারেননি। মাঝে কেটে গেল একটি বছর। গতকাল নেইমারের সেই চোটের কাঁটায় কাঁটায় এক বছর পূর্ণ হলো।

সুখবরও মিলল ঠিক এক বছর পরই। নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, আগামী সোমবার ব্রাজিল ফরোয়ার্ডের মাঠে ফেরার সম্ভাবনা আছে। সেদিন এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে আল হিলাল। এ ম্যাচের নেইমারের খেলার কোনো নিশ্চয়তা দেননি জেসুস। তবে একটি সম্ভাবনার কথা জানিয়েছেন গতকাল, ‘আজ (গতকাল) নেইমারের চোট পাওয়ার এক বছর পূর্ণ হলো। চিকিৎসাগত দিক থেকে সে পুরোপুরি সেরে উঠেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছে। আগামী দুই দিন সবকিছু এমন ইতিবাচক থাকলে দলের পরের ম্যাচে তাকে সংযুক্ত করা হবে।’

সৌদি প্রো লিগে নেইমারকে এখনো নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য তাঁকে নিবন্ধিত করতে পেরেছে সৌদি ক্লাবটি। আল হিলালের হয়ে গত বছর অক্টোবরে নেইমারের সর্বশেষ ম্যাচটি ছিল এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মাজানদারানের বিপক্ষে। সেই অক্টোবরেই ব্রাজিলের জার্সিতে পাওয়া চোট কাটিয়ে গত মাসে আল হিলালের অনুশীলনে ফেরেন নেইমার।

আরও পড়ুন >   আঞ্চলিক ক্রিকেটের নীতিমালা পাশ হয়েছে: বিসিবি’র পরিচালক টিটু

উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচের ৪৩ মিনিটে চোট পেয়েছিলেন নেইমার। বাঁ হাঁটুতে এসিএল চোটের পাশাপাশি দুটি মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাঝের এই এক বছরে নেইমারকে ছাড়া ১৪ ম্যাচ খেলে ৬ জয়, ৫ ড্র ও ৩টি হার দেখেছে ব্রাজিল। বিখ্যাত এই হলুদ জার্সিতে নেইমারের অভিষেক ২০১০ সালে। তার পর থেকে এ পর্যন্ত ব্রাজিলের খেলা ১৯২ ম্যাচের মধ্যে ৬২ ম্যাচে নেইমারকে পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমার মাঠে থাকতে ব্রাজিলের সাফল্যের হার ৭৮.৬ শতাংশ, নেইমারকে ছাড়া ৬৩.৯ শতাংশ।

নেইমারকে ব্রাজিলের জার্সিতে ফিরতে দেখার অপেক্ষায়ও আছেন অনেকেই। এ বছর বিশ্বকাপ বাছাইয়ে নভেম্বরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ১৫ নভেম্বর ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ২০ নভেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে দরিভাল জুনিয়রের দল। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, এ দুটি ম্যাচ সামনে রেখে নেইমারকে ফেরানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। তবে তার আগে নেইমারকে অবশ্যই আল হিলালের হয়ে মাঠে ফিরতে হবে।

অর্থাৎ ব্রাজিলের জার্সিতে ফেরার আগে আল হিলালের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। সেখানেও শর্ত হলো সবকিছু ইতিবাচক থাকলেই কেবল আল আইনের বিপক্ষে নেইমারকে স্কোয়াডে অর্ন্তভুক্ত করতে পারে আল হিলাল। আল আইনের মুখোমুখি হওয়ার পর এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের পরবর্তী ম্যাচ ৪ নভেম্বর। তার আগেই নভেম্বরের দুটি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার সম্ভাবনা অনেক বেশি। গ্লোবো স্পোর্তের মতে, ২৭ অক্টোবর প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর ১ নভেম্বর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে ব্রাজিল।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button