বিনোদন

এবার চলচ্চিত্রে আসছেন শাহরুখ কন্যা

শাহরুখ কন্যা সুহানা খানের বলিউড অভিষেক নিয়ে প্রায়ই সংসবাদ শিরোনাম হচ্ছে। অন্যদিকে ‘বিগ বস-১৩’র ফাইনালিস্ট অসীম রিয়াজ করন জোহরের ‘ম্যা ত্যারা হিরো’তে ছোটখাট একটি চরিত্রে অভিনয় করেছিলেন।

সুহানা আর অসীমকে নিয়ে ‘স্টুডেন্ট অব দি ইয়ার থ্রি’ বানাচ্ছেন করন জোহর—এমন খবর বলিউডের সর্বত্র। কিন্তু করন জোহর এক টুইটার বার্তায় খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।

করন এর আগে ‘স্টার কিড’ আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জাহ্নবি কাপুরকে বলিউডে ব্রেক দিয়েছিলেন। তিনি তার টুইটার বার্তায় সংবাদমাধ্যমকে গুঞ্জনটি আর না ছড়াতে অনুরোধ করেছেন।

করন টুইটারে লেখেন, সম্পূর্ণ ভিত্তিহীন খবর ঘুরে বেড়াচ্ছে ‘স্টুডেন্ট অব দি ইয়ার থ্রি’কে নিয়ে। আমার অনুরোধ থাকবে এ ধরনের বানোয়াট খবর প্রকাশ থেকে বিরত থাকার।

অসীম রিয়াজ ‘বিস ১৩’ দুর্দান্ত পারফর্ম করে দর্শকদের মন জয় করেছিলেন। রীতিমত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড ছিলো তাকে নিয়ে করা পোস্ট।

আরও পড়ুন >   মাওলানা মফিজ উদ্দিন (রহঃ) ৭৬ তম ওফাত স্মরণে ক্বিরাত ও নাশিদ সম্মেলন
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button