জাতীয়রাজনীতি

এমপি বাবুর বিরুদ্ধে ৯ মামলার বর্তমান অবস্থা

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলা দায়ের হয়। এরমধ্যে ৭টি হত্যা মামলা, তবে ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি ও একটি মামলায় খালাস পেয়েছেন। ৬টি মামলায় আদালতে ফাইনাল রিপোর্ট গৃহীত হয় এবং দুটি মামলার কার্যক্রম স্থগিত থাকলেও তিনি তা থেকে অব্যাহতি পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় নজরুল ইসলাম বাবু তার বিরুদ্ধে ৯টি মামলার কথা উল্লেখ করেছেন।

হলফনামার তথ্যমতে, উচ্চ আদালত থেকে অব্যাহতি পাওয়া ৮টি মামলা হলো-আড়াইহাজার থানার মামলা নং-৯(১০)২০০১ (ধারা-১৪৩/১৪৮/৪২৭/৩৮০/৩০৭/১১৪ দ:বি:), 

আড়াইহাজার থানার মামলা নং-৭(১২)২০০১ (ধারা-১৪৩/১৪৮/৩২৩/৩৭৯/১১৪ দ:বি:), 

রমনা থানার মামলা নং-৫৭(১)২০০২(ধারা-৩০২/৩৪ দ:বি:), 

ডেমরা থানার মামলা নং-৭৬(২)২০০২ (ধারা-৩০২/৩৪ দ:বি:), 

ধানমন্ডি থানার মামলা নং-৭১(১১)২০০১ (ধারা-৩০২/৩৪ দ:বি:), 

রমনা থানার মামলা নং-২৬(২)২০০২ (ধারা-৩০২/৩৪ দ:বি:), 

তেজগাঁও থানার মামলা নং-৯৮(১২)২০০১ (ধারা-৩০২/৩৪ দ:বি:), 

রমনা থানার মামলা নং-৪(৬)২০০৫ (ধারা-৩০২/৩৫৩ দ: বি:)। 

এছাড়া খালাস পাওয়া মামলাটি হলো, রমনা থানার মামলা নং-২৫(২)২০০৪ (ধারা-৩৩২/৩৫৩ দ:বি:)।

প্রসঙ্গত: নজরুল ইসলাম বাবু আড়াইহাজারের তিনবারের সংসদ সদস্য। চতুর্থবারের মতো আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। যদিও আর ৫জন এই আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আরও পড়ুন >   গোপালদী মেয়রের চাচাতো ভাই ইয়াবাসহ আটক
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker