জেলা সংবাদ

করোনা আতঙ্কের মাঝে ভূমিকম্পে কাঁপল সিলেট

সিলেটে মধ্যরাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে ও শব্দে অনেকেই ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘর ছেড়ে দ্রুত বেরিয়ে আসেন বাইরে।

মঙ্গলবার ভোররাত ৩টা ৪৩ মিনিটে আকস্মিক কেঁপে উঠে নগর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬।

আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২৮ কি.মি. উত্তর পূর্ব -যা সিলেটের কাছাকাছি অবস্থিত। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ভূমিকম্পের প্রভাবে সিলেটে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদদের মতে, সিলেট ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে মৃদু ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

নগরের লালবাজারের বাসিন্দা কামরুল ইসলাম জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

আরও পড়ুন >   আড়াইহাজারে ভোক্তা অধিকার পরিচালকের অভিযান
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button