আড়াইহাজার উপজেলাঅপরাধজেলা সংবাদসারাদেশে

গোপালদী মেয়রের চাচাতো ভাই ইয়াবাসহ আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিশু সিকদারকে (৪৫) আটক করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। 

মিশু আড়াইহাজারের গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদারের চাচাতো ভাই।

বুধবার (১০ আগস্ট) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিশু শিকদার (৪৫) রামচন্দ্রদী গ্রামের আরাফাত আলী শিকদারের ছেলে। তার মায়ের নাম জায়েদা শিকদার। 

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান বলেন, মিশু সিকদার প্রভাবশালী পরিবারের সদস্য। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিল। প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাকে ধরা যাচ্ছিল না। পরে একাধিক সোর্স এর মাধ্যমে নিশ্চিত করে পুলিশের একাধিক টিম মিশু সিকদারের বাড়ী ঘেরাও করে ফেলে। এই সময় তার বাড়ী তল্লাশী করে ২৫০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।

অভিযোগ রয়েছে, রামচন্দ্রদী গ্রামের ৩০টির মতো মাদক ব্যবসায়ী রয়েছে। এই গ্রামে প্রতিনিয়ত অভিযান করার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন >   আড়াইহাজারে খালেদা জিয়ার সুস্থতা ও আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button