জেলা সংবাদ

নারায়ণগঞ্জে টানা ৬দিন পর করোনায় ২জন আক্রান্ত

সাপ্তাহিক আড়াইহাজার: নারায়ণগঞ্জে করোনার ৫ম ধাপে প্রকোপ কিছুটা বাড়ছে। বাজার, মার্কেট এবং সমাগমের স্থান গুলোতে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে বলা হয়েছে। ইতিমধ্যে বাধ্যতামূলক মাস্ক পড়ার নির্দেশ দিয়েছেন সরকার। তবে, নারায়ণগঞ্জে অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় আসলেও ঘাটতি আছে মানুষের সচেতনতার।

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ২জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩১ হাজার ৫০৬জন আক্রান্ত হয়েছেন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩৩জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি রবিবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

এখন পর্যন্ত মোট ২ লাখ ৬১ হাজার ৭১৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জনের তথ্যানুসারে এ যাবৎ সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ১৬১জন।

আরও পড়ুন >   আড়াইহাজারে ৯০০পিছ ইয়াবা সহ আটক-১
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button