দুর্ঘটনাআশেপাশের খবরসারাদেশে

বাবুরহাটের অগ্নিকাণ্ডে দেড়শ দোকান পুড়ে ছাই 

স্টাফ রির্পোটার: দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়েরহাট ‘প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত’ শেখেরচর বাবুরহাটে ভয়াবহঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে হাটের সাটিংপট্টির গলিতে ষড়ঋতু থ্রিপিসের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। এ গলিতে ছোট বড় প্রায় দুই শতাধিক দোকান রয়েছে। তার মধ্যে ৭০ থেকে ৮০টি ছোট বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নেভাতে ছোটাছুটির ক্লান্তি আর বিপুল পরিমাণ ক্ষতির হিসেবে ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাজ৷ এই বাবুরহাটের পাইকারি কাপড়ের জমজমাট বাজারটি ৩ ঘণ্টার অগ্নিতাণ্ডবে এখন বিধ্বস্ত৷ অর্ধপোড়া কাপড়ের টুকরো থেকে ২-১ পিস ভালো আছে কিনা বাছাই করছেন ব্যবসায়িরা। নিঃস্ব হয়েছেন অন্তত ২ শত ব্যবসায়ী। পুঁজি হারিয়ে বাকরুদ্ধ তারা। প্রতি দোকানে লুঙ্গি, শাড়ি, থ্রি পিস ছিলো ২৫ লাখ থেকে কোটি টাকার। 

শালীমা থ্রী পিস দোকানের মালিক বাবু সরকার বলেন, আমি শেষ, কিছু নেই। ৫০ লক্ষ টাকা শাড়ি, থ্রি পিস সবকিছু চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেলো। কত কষ্ট করে দোকানটা গুছিয়েছি। আমার জীবনে সব সম্বল এখানে দিয়েছি। আমি কিভাবে চলবো। পরিবার নিয়ে রাস্তায় বসে পড়লাম।

জান্নাত ফেব্রিক্স দোকানের মালিক মুক্তার মিয়া বলেন, এই কিছু দিন হলো ব্যাংক থেকে লোন নিয়ে এক কোটি টাকার কাপড় উঠিয়েছি। আমার চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কে আমাকে বাঁচাবে। আমার মরণ ছাড়া কিছু নেই। আগুন লাগে রাত ১১ টায় কিন্তু ফায়ার সার্ভিস আসে রাত ১২ টায়। তাদের গাফিলতির কারণে বেড়েছে আগুন।

আরও পড়ুন >   বিএনপির আঙ্গুর-সুমনের যৌথ নেতৃত্বে বেকায়দায় আজাদ

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, আগুনের খবর পেয়ে আমার কাজ শুরু করি। ১৬টি ইউনিট টানা তিন ঘণ্টা কাজ করেছে, তারপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতি এখনও ঠিক বলা যাচ্ছে না। তবে ১০০টিরও বেশি দোকান পুড়েছে। 

শেখেরচর বাবুরহাট বণিক সমিতির নেতা মো. গিয়াসউদ্দিন বলেন- ধারণা করছি, বাজারের বৈদ্যুতিক খুঁটির ল্যাম্পপোস্ট থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত। প্রায় ১৫শ দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষতি প্রায় কয়েক হাজার কোটি টাকা। এ বিষয়ে তদন্ত কমিটি বসানো হবে।

রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। হাটের গলিগুলো সরু থাকায় কাজ শুরু করতে কিছুটা দেরী হয় ফায়ার সার্ভিসের৷

কিভাবে এ অগ্নিকাণ্ড তা জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হবে, বলেছেন জেলা প্রশাসক।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button