জেলা সংবাদধর্মবিনোদন

মাওলানা মফিজ উদ্দিন (রহঃ) ৭৬ তম ওফাত স্মরণে ক্বিরাত ও নাশিদ সম্মেলন

আড়াইহাজার, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন দুপ্তারা বাজবী বায়তুন আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে উলামায়ে দেওবন্দ পীরে কামেল হযরত মাওলানা মফিজ উদ্দিন (রহঃ) পীর সাহেব ক্বেবলা হুজুরের পরিবারবর্গের সার্বিক ব্যবস্থাপনায় গত ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ইং রোজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ক্বিরাত ও নাশিদ সম্মেলন।

প্রধান অতিথি ছিলেন পীর সাহেব হুজুরের নাতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-২। আমন্ত্রিত বিদেশী ক্বারি শায়েখ ড. মোহাম্মদ বিন ইসমাইল আল-আলী (পরিচালক, দাওয়া ও ইরশাদ বিভাগ, মসজিদে নববী, সৌদি আরব), শায়েখ হাজ্জাজ রমাদান আল-হিনদায়ী (মিশর), শায়েখ ইব্রাহিম ক্বাসি (পাকিস্তান), শায়েখ সাইয়্যেদ মুহা. জাওয়াদ হোসাইনী (ইরান), শায়েখ মাজদী আলী আন-নাজ্জার (মিশর), শায়েখ আদাম জুমআ শাবান (তানজানিয়া), নাশিদ শিল্পী হাফেজ হাচ্ছান আনজার (পাকিস্তান)। আমন্ত্রিত দেশী ক্বারি শাইখ শোয়াইব মোহাম্মদ আল-আজহারী, ক্বারি শহিদুল ইসলাম, ক্বারি আবু রায়হান। অনুষ্ঠাণে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের বাংলাদেশী শিল্পীবৃন্দ হিসাবে জাগ্রত কবি আল্লামা মুহিব খান, আহমদ আব্দুল্লাহ, আবু ওবায়দা, শেখ এনাম, মাহমুদ হুজাইফা প্রমুখ হামদ, নাত, ইসলামী গান পরিবেশন করেন।

ধর্মীয় ভাব গাম্ভীর্যে অনুষ্ঠিত উক্ত বিশাল সম্মেলনে দেশ বিদেশের ওলামায়ে কেরাম, সুফি সাধকগণ আগমন করেন। পীর সাহেব ক্বেবলা হুজুরের পরিবারবর্গ উক্ত মহা-সম্মেলনে আগত সকল শ্রেণির জনগণকে দিনরাত ব্যাপী বিশেষ খাবার দ্বারা আপ্যায়ণ করা হয়।

আরও পড়ুন >   না.গঞ্জে তিন বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ
আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button