সারাদেশে

আড়াইহাজারে মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাম্মন্দি ইউনিয়নের উজান গোপন্দী এলাকায়  নিজ ঘর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে কোন এক সময়ে জবাই করে খুন করা হয়েছে।

নিহতরা হলেন, বিধবা রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ৮ বছরের ছেলে তালহা ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার খেয়ে তালহা ও তার মা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘৃুমিয়ে ছিলো। সকালে তাদের বাড়িরর গেটের তালা ভাঙা দেখ্ যায়। এসময় প্রতিবেশিরা তাদের ঢাকাডাকা করে কিন্তু ভেতর থেকে কোন সারা শব্দ না পেয়ে সেখানে গিয়ে দেখে ছেলে মরদেহ ঘাটের উপর মেজেতে রক্তাক্ত মরদেহ অবস্থায় মায়ের লাশ। পরে স্থানীয়রা পুলিশ খবর দেন।

আড়াইহাজার থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে৷ দুজনেরই গলায় ধারালো অস্ত্র চালিয়ে জবাই করা হয়েছে৷ নিহত নারীর লাশ মেঝেতে এবং ছেলের লাশ পড়েছিল বিছানায়৷ রাতে ঘুুমানোর সময় তাদের হত্যার পর ঘাতক পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷’ ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা আছেন।

তিনি জানান, মা ও ছেলে খুনের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, যারা জবাই করে হত্যা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন >   আড়াইহাজারে ছিনতাই করতে গিয়ে এসআইসহ ৪ জন আটক
আরও দেখুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button