--Advertisement --
জাতীয়

আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের যানজটমুক্ত অভিযান, ২৫ দোকানিকে জরিমানা

সাপ্তাহিক আড়াইহাজার: ‍নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সড়কে যানজট নিরসন ও ফুটপাথে চলাচল সহজ করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে আড়াইহাজার পৌর বাজারে অভিযান পরিচালনা করেন আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক। আড়াইহাজার পৌর বাজার এলাকার শহীদ মিনার থেকে শুরু করে পায়রা চত্বর পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়।

এসময় ফুটপাথে মালামাল রাখায় ২৫ জন দোকানিকে ৫শ থেকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান অভিযানের কথা ছড়িয়ে পড়লে অন্য দোকানিরা মালামাল দোকানের ভিতর রেখে তালা মেরে পালিয়ে যান। রাস্তার দুপাশ দিয়ে মানুষের হাঁটাচলার সুবিধার্থে এবং রাস্তার যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক।

আরও পড়ুন >   শপথ নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button